মৃত্যুর পর কী হয়?

মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে না। স্বকীয়তা, পরিচিতি সবকিছুই শেষ হয়ে যায় মৃত্যুর পর পর। প্রাচীন গ্রীক দার্শনিকরা যখন দেখতে পেলেন জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্যটা শুধু এটুকুই, তারা সিদ্ধান্ত নিলেন, মৃত্যুর পর নিশ্চয়ই দেহ থেকে কিছু চলে যায়, আর সে জিনিসটাই জীব আর জড়ের মধ্যে পার্থক্য, যা মানুষকে স্বকীয়তা দেয়, পরিচিতি দেয়। চীনা “চী”, জাপানি “কী”, পলিনেশিয়ান “মানা” এসব ধারণা এই ব্যাপারটাকে ঘিরেই গড়ে উঠেছে। এই জিনিসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে অনেক “ism”।

মৃত্যুর পর কী “হতে পারে” আমরা জানি না। তবে বিজ্ঞান জানে মৃত্যুর পর কখন শরীরে কী হয়। আসুন দেখে নিই বিজ্ঞান নিশ্চয়তার সাথে কী বলে-

মৃত্যুর পর অতিবাহিত সময়ের উপর ভিত্তি করে ধাপগুলোকে মোটামুটি  এরকম-

  • মৃত্যুর কয়েক সেকেন্ড পরে মস্তিষ্কের কার্যকলাপ অনেক বেড়ে যায়, আর পরে সব শেষ হয়ে যায়।
  • মৃত্যুর কয়েক সেকেন্ড পরে শরীরের তাপমাত্রা ১.৬ ডিগ্রী ফারেনহাইট কমে গিয়ে কক্ষ তাপমাত্রার সমান হয়ে যায়।
  • মৃত্যুর কয়েক মিনিট পরে শরীরের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায় আর তারা ভেঙে যেতে থাকে, আর এভাবে পচন প্রক্রিয়া শুরু হয়।

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • কয়েক ঘণ্টার মাথায় শরীরের পেশীগুলোতে ক্যালসিয়াম বাড়তে থাকে, আর এর ফলে পেশীগুলোতে চাপ পড়ে এবং শরীর একটা অবস্থায় শক্ত হয়ে যায়। এই অবস্থাকে বলে “Rigor Mortis”, এটা ৩৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
  • এই প্রক্রিয়া শেষ হয় পেশীর শ্রান্ত হওয়া দিয়ে, এই অবস্থায় আপনার শরীরে জমা থাকা বর্জ্য পদার্থ বের হয়ে যায়।
  • আপনার মৃত চামড়া শুকিয়ে যেতে থাকে, যার ফলে আপনার চুল আর নখকে দেখতে বড় মনে হয়।
  • মহাকর্ষের টানে আপনার রক্ত নিচের দিকে চলে যায়, ফলে আপনাকে লাল ছোপ ছোপ দাগসহ ফ্যাকাশে দেখায়।
  • মৃত্যুর কয়েক দিন পরে আপনার শরীরের কিছু জায়গা সবুজ হয়ে যায়, আপনার অঙ্গে থাকা এনজাইমগুলো নিজেদের হজম করা শুরু করে, সাধারণত ব্যাকটেরিয়াদের সাহায্য নিয়ে।
  • আপনার পচতে থাকা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কারণ সেখানে Putrescine [NH₂(CH₂)₄NH₂] সৃষ্টি হয়।
  • মৃত্যুর কয়েক সপ্তাহ পরে আপনার শরীরের ৬০% শূককীটেরা হজম করে ফেলে।
  • আপনার রঙ তখন বেগুনী থেকে কালো হতে থাকে। কারণ, ব্যাকটেরিয়ারা আপনার মৃতদেহকে পচাতে থাকে।
  • আপনার শরীর যদি ৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয় চার মাসের মাথায় আপনার শরীরের নরম কলা পচে যাবে, আর শেষ পর্যন্ত বাকি থাকবে আপনার কংকাল।

***সঙ্গত কারণে বেশী ছবি দেয়া হয় নি।

Comments

আপনার আরো পছন্দ হতে পারে...

0 0 votes
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
1 Comment
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
S. A. Khan
8 বছর পূর্বে

সঙ্গত কারণেই পূর্বসতর্কতামূলক বাক্য শুরুতে সংযুক্ত করে অন্যান্য বাদ দেয়া চিত্রগুলোও দিলে ভাল হত।

1
0
Would love your thoughts, please comment.x
()
x