সামুদ্রিক পরিবেশে সিম্বায়োসিস (symbiosis) অথবা মিথস্ক্রিয়া খুবই সাধারণ একটি ব্যাপার। আসুন, এমনই একটা মিথস্ক্রিয়ার গল্প পড়ি…
অ্যানিমোন এবং এক প্রকার কাঁকড়ার মাঝে রয়েছে এরকম একটি কৌতূহলোদ্দীপক সম্পর্ক। পম পম কাঁকড়া (pop pom crab) অথবা বক্সার কাঁকড়ারা (boxer crab) আকারে হয় খুবই ক্ষুদ্র। সাকুল্যে ১.৫ সেমি অথবা ০.৬ ইঞ্চি। অনেক সামুদ্রিক প্রাণীর কাছে এরা খুবই সুস্বাদু খাবার।
তাই নিজেদের বিপদ থেকে রক্ষা করার জন্য এরা নিজেদের বিশেষ দাঁড়ার সাহায্যে কাঁটাযুক্ত অ্যানিমোন (anemone) বহন করে বেড়ায়। অ্যানিমোনগুলোকে খুব দ্রুত পানির মধ্যে নেড়ে এরা শিকারিদের অতর্কিত আক্রমণ প্রতিহত করে।
অন্যদিকে অ্যানিমোনগুলোরও এতে কোনো আপত্তি নেই। কারণ, কাঁকড়াগুলোর বেঁচে যাওয়া খাবার থেকে তারা দিব্যি পেটপুজোটা সেরে ফেলে।
Source:
http://tinyurl.com/aedxopt
*Post Courtesy: Natural Selection
*অনুবাদঃ Rehana Akter
Very informative post.❤❤❤❤❤♥️♥️♥️🥰🥰🥰🥰🥰