যতই আশ্চর্যজনক হোক না কেন, ঘটনা সত্যি। অনেক বড় আবিষ্কার এর অনেক আগেই হয়ে গেছে, কিন্তু হাঁটুর এই লিগামেন্ট পেতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ২০১৩ সাল পর্যন্ত।
২০১৩ এর জুন মাসেও অবশ্য আরেকটা এমন অংশ পাওয়া গিয়েছিলো। তবে সেটা একদমই মাইক্রোস্কোপিক ছিলো, চোখের কর্ণিয়ার একটা লেয়ার। কিন্তু একই বছরের নভেম্বরে এসে পাওয়া গেলো হাঁটুর এই লিগামেন্ট। লিউভেন ইউনিভার্সিটি হসপিটাল এর দুজন সার্জন এটা পেয়েছিলেন। খেলোয়াড়দের ইনজুরিতে এটা মাঝে মাঝে ছিঁড়ে যায়।
১৮৭৯ সালেই, এমন একটা লিগামেন্ট থাকতে পারে বলে একটা সায়েন্টিফিক আর্টিক্যাল ছাপা হয়েছিলো। এখন দেখা যাচ্ছে, তারা সঠিক ছিলেন। ওরা দেখে যেতে পারলেন না আর কী। তবে বিজ্ঞানের জয়যাত্রা চলছে, এবং সবার অবদানই কাজে লাগছে!
মানবদেহের ব্যাপারে এখনো জানার আছে আরো অনেক কিছু। মানবদেহ নিয়ে যে কোনো ডিটেইল্ড বই আরো একটু লম্বা হবে। কী আর করা! দরকার আছে জানার……
Reference – http://bit.ly/RZoEAo
Important information. ❤❤❤❤❤♥️♥️♥️♥️