বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ ও ভিডিও প্রতিযোগিতা

  1. বিজ্ঞানযাত্রা আয়োজন করছে বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা। নিয়মাবলী নিম্নে দেয়া হলো।

প্রবন্ধ প্রতিযোগিতার নিয়মাবলী

১) রেজিস্ট্রেশন – যদি ইতোমধ্যেই না করে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে নিবন্ধন ফর্মটি পূরণ করে নিতে হবে। এরপর আপনার জন্য একটি স্বেচ্ছাসেবক (কনট্রিবিউটর) আইডি ইস্যু করা হবে। আপনার ইমেইলে লগিনের সব ডিটেইলস চলে যাবে। সেই আইডি দিয়ে সাইটে লগিন করে লেখা জমা দিতে হবে।  আইডি + পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর, ওপরেই দেখবেন +নতুন দেখা যাচ্ছে। ক্লিক করে লেখা শুরু দেবেন। লেখালেখির সমস্ত নির্দেশনা দেখুন এখানে – বিজ্ঞানযাত্রায় লেখা জমা দেয়ার নির্দেশনা

২) শপথ – প্রবন্ধটি অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে। পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা জমা দেয়া যাবে না। নতুবা সেটা প্রতিযোগিতার অযোগ্য বলে বিবেচিত হবে।

৩) বিষয় এবং ক্যাটাগরি নির্বাচন– বিজ্ঞান সংক্রান্ত যে কোনো বিষয় নিয়েই লিখতে পারবেন, সেটা ফিকশন-ননফিকশন উভয়ই হতে পারে। লেখার সময় আপনার প্রবন্ধের বিষয় অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন, এবং পাশাপাশি “প্রবন্ধ প্রতিযোগিতা” ক্যাটাগরিটিও সিলেক্ট করুন। মনে রাখবেন, “প্রবন্ধ প্রতিযোগিতা” ক্যাটাগরি নির্বাচন না করলে সেটা প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

৪) তথ্যসূত্র উল্লেখ – তথ্যসূত্র উল্লেখ করার ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকি। সবচেয়ে ভালো হয়, যদি তথ্যসূত্র হাইপারলিংক করে দিতে পারেন।

৫) প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন – জমা দেয়ার পর সেটা অপেক্ষমান হিসেবে সংরক্ষিত হবে। প্রাথমিক বিচারক কমিটি সেটা পাবলিশের উপযুক্ত কিনা বিচার করে সেটা প্রকাশ করবেন। অর্থাৎ, তখন সেটা সাইটে প্রকাশিত হবে। এরপর দর্শকদের ভোট (ফেসবুক লাইকের সংখ্যা) + বিচারকদের নম্বর মিলিয়ে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

৭) লেখার সংখ্যা – একজন লেখক সর্বোচ্চ ৩টা লেখা জমা দিতে পারবেন।

৮) লেখার দৈর্ঘ্য – ন্যূনতম ৬০০ শব্দ থেকে সর্বোচ্চ ৩০০০ শব্দের মধ্যে হতে হবে।

৯) লেখা জমা দেয়ার শেষ সময়সীমা – নভেম্বর ১০, ২০১৫

ভিডিও প্রতিযোগিতার নিয়মাবলী

বিজ্ঞান সংক্রান্ত যে কোনো টপিকের ওপর ভিডিও (এনিমেশনও হতে পারে) বানিয়ে আপনার গুগল ড্রাইভে আপলোড করুন। এরপর সেটা শেয়ার করে দিন bigganjatra@gmail.com এর সাথে।

ভিডিওর দৈর্ঘ্য – সর্বোচ্চ ৫ মিনিট। অডিও এবং ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং হ্যাঁ, ভিডিওটি পূর্বে কোথাও প্রকাশিত হলে চলবে না। নির্বাচিত ভিডিওগুলো বিজ্ঞানযাত্রার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে।

ভিডিও প্রতিযোগিতার বিজয়ী নির্বাচনে পাঠকদের ভোট নেয়া হবে না। এক্ষেত্রে বিচারকদের রায়ই চূড়ান্ত।

পুরষ্কার

প্রবন্ধ প্রতিযোগিতায় তিনটি (প্রথম-দ্বিতীয়-তৃতীয়) এবং ভিডিও প্রতিযোগিতায় দুটি (প্রথম ও দ্বিতীয়) পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য পুরষ্কারের পাশাপাশি তাদের লেখাগুলোকে আমাদের ম্যাগাজিনের দ্বিতীয় ভলিউমে ছাপার অক্ষরে প্রকাশ করা হবে। অন্যান্য পুরষ্কারগুলো আমরা এখনই ঘোষণা দিচ্ছি না। তবে সেটা অত্যন্ত আকর্ষণীয় হবে, সেটা নিশ্চিত। এখনই ঘোষণা না দেয়ার পেছনে কারণ হচ্ছে, বিজয়ীদের কাছে এটা সারপ্রাইজ থাকুক। পুরষ্কার হস্তগত হবার পর তাদের ছবিসহ সবাই দেখবে সেটা।

এই প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করতে পারেন।