ব্রিটিশ জীববিজ্ঞানী ডারউইন ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনের ধারণা দেন। অনেক দিন ধরেই ভাবছিলাম, লোকটা জীববিজ্ঞানের নকশাই পরিবর্তন করে দিয়েছেন, তাকে নিয়ে কোনো মুভি কেন দেখি না? ক্রিয়েশন মুভিটার নাম শুনে এক মিনিটও দেরি না করে ডাউনলোড করে ফেললাম। ছবিটা দেখার পর অবাকই লাগলো এত সুন্দর একটা মুভি আমাদের অগোচরে কিভাবে থাকে? হয়তো বিবর্তন সম্পর্কে ইতিবাচক ধারণার অভাবেই মনে হয় এই অসাধারণ চলচ্চিত্র অন্ধকারেই রয়ে গিয়েছে। তারপরও ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জন এমিয়েল এমন ছবি তৈরি করার সাহস দেখিয়েছেন।
ছবির মূল কথা- চার্লস ডারউইনের “অরিজিন অফ স্পিসিস” বই লেখার সময় ধর্মীয় আস্থা ও বিজ্ঞানের টানাপোড়েন এবং তার হ্যালুসিনেশনের অভিজ্ঞতা এবং তার ধার্মিক স্ত্রীর এমা ডারউইনের সাথে তার দাম্পত্য জীবনের কলহ।
পরিচালক – জন এমিয়েল
উল্লেখযোগ্য অভিনয়শিল্পী
১.
চার্লস ডারউইন – পল বেটানি
২.
অ্যানি ডারউইন (ডারউইনের সবচেয়ে প্রিয় কন্যা) – মার্থা ওয়েস্ট
৩.
এমা ডারউইন (ডারউইনের স্ত্রী) – জেনিফার কনেলি
৪.
জোসেপ হুকার (ডারউইনের বন্ধু) – বেনেডিক্ট কাম্বারব্যাচ
৫.
টমাস হাক্সলি (ডারউইনের বন্ধু) টবে জনস
ছবির ট্রেলার
বোনাস মিডিয়া ঃ
আমার মতে মুভির সবচেয়ে সেরা কথোপকথন
ডারউইন তার বই লেখা শেষ করে স্ত্রীর কাছে আসলো
ডারউইন (তার স্ত্রীকে): আমার লিখা শেষ। এখন এটাকে কী করা উচিত সেটা তোমার উপর ছেড়ে দিলাম।
এমা : আমার মতে এটা ধ্বংস করা উচিত।
ডারউইন (তার স্ত্রীকে): তোমার যেটা ভাল মনে হয় সেটাই কর। “Read it first”.