Demodex folliculorum আর Demodex brevisare – বাসস্থান হিসেবে এই পরজীবীগুলোর প্রথম পছন্দ হচ্ছে আপনার চোখের ভ্রূ আর পাতার লোমকূপ। এক মিলিমিটারের ভগ্নাংশের চেয়েও ছোটো এই বেশরমগুলো। কেন বেশরম? দাঁড়ান, ভদ্র ভাষায় বলি……
রাতের অন্ধকারে যৌনকর্ম সম্পাদন করার জন্য এর আপনার গালে হেঁটে বেড়ায়, এরপর ডিম পাড়ার জন্য আবার লোমকূপে গিয়ে বসে থাকে। ডিম দেয়ার পর পটল তোলে। সুস্থ ও পূর্ণবয়স্ক প্রত্যেক মানুষের গালের প্রত্যেক বর্গসেণ্টিমিটারে একটা বা দুটো তো থাকেই। যাদের rosacea আছে, তাদের ১০টা করেও থাকতে পারে।
ডেমোডেক্স দের পায়ুপথ নাই, তাই পায়খানাও করতে পারে না বেচারাগুলো। অতএব, জীবদ্দশায় তাদের পেট ফুলতে থাকে, ফুলতে থাকে, শালার ব্যাটা, ফুলতেই থাকে। আর যখন ভবলীলা সাঙ্গ করে, তখন বেচারার সবটুকু মল একসাথে আপনার লোমকূপে এসে জমা হয়।
আরো জানার ইচ্ছে আছে? এখানে দেখুন, Reference
Image courtesy:
Power and Syred, ২৩৩ গুণ বড় করার পর হারামজাদার সাইজ দাঁড়িয়েছে ৬ বাই ৭ সেন্টিমিটার। ছবিটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোগ্রাফ দিয়ে তোলা
@মাসুম ভাই, কাজ টা একদমই ঠিক করেন নাই 😀 কেমন কেমন জানি লাগতেছে। এজন্যই ভাবি মাঝে মাঝেই মনে হয় গালে কিছু হেটে বেড়াচ্ছে কিনা। শির শির করে। এদিকে খুজলে কিছু পাওয়া যায় না :/ আপনি কিন্তু বলেন নি, “নিওমিত সাবান সোডা মাইরা গোসল দিলে কুনু লাভ হবি কিনা, মানে এগুলো তাড়ানুর ব্যবস্থা নাই?”
সরি, হটানোর কোনো পথ আমার জানা নাই। All the best.
একি শুনালেন,,,,,সরি পড়ালেন।এখন তো আমাকে প্রতিদিন গোসল করতে হবে।গোসল না করলেও সাবান দিয়ে মুখ ধুইতে হবে।কেউ আম্রে মাইরালা
কয়লা ধুইলে ময়লা যায় না। এইটা সম্পূর্ণরুপে দূর করার উপায় এই অধমের জানা নাই।
ধন্যবাদ।আমার আম্মুর একটা সাহায্য করে গেলেন।এখন আমাকে প্রতিদিন গোসল করতে হবে।
সে তো এমনিতেই করা উচিৎ, তাহমিদ ভাইয়া।
Very important information. ❤❤❤❤❤♥️♥️♥️♥️♥️♥️