বিবর্তন নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ও অজ্ঞতা আছে। অনেকেই একে হাইপোথিসিস বলে উড়িয়ে দেয়। অন্যদিকে অনেকে একে থিউরি অফ গ্র্যাভিটির মত ফ্যাক্ট মনে করে। থিউরি, ফ্যাক্ট ও হাইপোথিসিস এর গোলকধাধা তো আমাদের মধ্যে আছেই। অনেকে ধর্মের কথা বলে এই বিষয় থিউরি হোক বা না হোক একে অবান্তর একটা বিষয় বলে টপিক থেকে সরে আসে। যেটাই হোক, বিবর্তন নিয়ে মানুষের কনফিউশন আর প্রশ্ন নিয়েও আমার এই ব্লগ। আশা করি বেসিকগুলো কভার হবে আর প্রশ্ন থাকলে কমেন্ট এ পাবো, যা পরে এডিট করে ব্লগে যোগ করা হবে।
(১) বিবর্তন কী?
আক্ষরিক অর্থে বিবর্তন বলতে আমরা কোনো কিছু সময়ানুক্রমে এক রূপ থেকে অন্য রুপে যাওয়ার সামগ্রিক প্রক্রিয়াকে বুঝায়। ব্যবহারিকভাবে, বিবর্তন বলতে আমরা অরগানিক বিবর্তন বা প্রানের এক অবস্থা থেকে অন্য অবস্থায় আসার সামগ্রিক প্রক্রিয়াই বুঝে থাকি।
(২) বিবর্তন কিভাবে হয়?
বিবর্তন প্রধান দুইটি প্রক্রিয়ার সমন্বয়।
ক। জেনেটিক মিউটেশন
খ । ন্যাচারাল সিলেকশন
ক। মিউটেশন
মিউটেশন হচ্ছে প্রাণীর প্রজনন ও রেপ্লিকেশনের সময় ডিএনএ-তে পরিবর্তন আসা। আর ডিএনএ আমাদের বৈশিষ্ট্যকে ধারণ করে রাখে। যখন ডিএনএ-তে পরিবর্তন আসে তখন প্রজননের সময় নতুন প্রাণের মধ্যে নতুন বৈশিষ্ট্য দেখা দেয়। যেমন কুমিরের ডিমে মিউটেশনের ফলে হয়ত একটার আগের রঙ বেশি হলদেটে হলো বাকিদের থেকে। মিউটেশন সম্পূর্ণ র্যান্ডম বা দৈবভাবে হয়। পরিবেশ এর উপর কোনো প্রভাব রাখে না।
খ। ন্যাচারাল সিলেকশন
যখন কোন প্রাণী মিউটেশনের ফলে নতুন বৈশিষ্ট্য পায় তখন সে সেই পরিবেশে অন্যদের থেকে হয়তো বেশি সুবিধা বা ঝুঁকিতে থাকে। সেই প্রাণীই টিকে থাকলে পারে যে পরিবেশে সুবিধা পেয়ে এসেছে। এভাবে সুবিধাজনক জেনেটিক ইনফো ( যা ডিএনএ তে থাকে সেটা পরবর্তী প্রজন্ম বহন করতে থাকে),
যেমন – আগের উদাহরণের কুমিরগুলো ধরুন আফ্রিকার সাহারা অঞ্চলের কোনো এক জলাশয়ে আছে। হলদে মিউটেশন হওয়া কুমির অন্য কুমিরদের থেকে বেশি পরিবেশের সাথে মিশে থাকতে পারে। ফলে তার শিকার করা সহজ আর তার জেনেটিক ইনফো ধারণ করা সহজ। অন্যদিকে সবুজ কুমিরের শিকার ধরা কঠিন। দীর্ঘ সময় ধরে ন্যাচারাল সিলেকশন হতে হতে একসময় হলুদ জিন সম্পন্ন কুমিরই প্রতিযোগিতায় টিকে থাকবে। সবুজরা বিলুপ্ত হয়ে যাবে।
(৩) বিবর্তন হতে কতদিন সময় লাগে?
বিবর্তন প্রতিনিয়তই হচ্ছে। তবে সেটা খুবই ক্ষুদ্র পরিসরে। মানুষের জীবনকালে সেটা নিজ চোখে দেখা প্রায় অসম্ভব (মাইক্রোঅর্গ্যানিজমের বিবর্তন ছাড়া)।
বিবর্তনের গতি নির্ভর করে অনেক কিছুর উপর। প্রাণীর জনসংখ্যা যদি কম হয় তাহলে সেটা দ্রুত হয়। তাছাড়া নতুন মিউটেশন কতটা তুলনামুলক শক্তভাবে পরিবেশে টিকে থাকার ক্ষমতা রাখে সেটাও বিবেচ্য। অনেক সময় দুর্বল জিনও পরিবেশ বদলের কারণে টিকে যায়।
(৪) পরিবেশের সাথে প্রাণীর খাপ খাওয়ানোর জন্য কি বিবর্তন হয়?
না। বরং বিষয়টা ঠিক উল্টা। সেই প্রাণীই পরিবেশে খাপ খেতে পারে যার জেনেটিক ইনফো বা মিউটেশন পরিবেশের সাথে মানানসই হয়েছে।
(৫) প্রাণীদের যে বিবর্তন হয়েছে বা হচ্ছে সেটার প্রমান কী?
বায়োলজিস্টরা বিভিন্ন পন্থায় সেটা পরীক্ষা করে এসেছে। তার মধ্যে Comparative Anatomy, Embryology & Development, Fossil Record, DNA Comparisons, Species Distribution, Evolution Observed, Nested Hierarchies of Traits ইত্যাদি কিছু নিরপেক্ষ পরীক্ষা যার সবগুলোই বিবর্তনকে সাপোর্ট করে।
(৬) তাহলে কি সব প্রাণীই একই বড় পরিবারের অংশ?
হ্যাঁ, তবে তারা লক্ষ, কোটি এমন কি বিলিয়ন বছর আগে ভিন্নভাবে বিবর্তিত হয়ে ভিন্ন জাতি প্রজাতিতে চলে গিয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঠিক যেমন বাবা নির্ধারণ সম্ভব, ঠিক তেমনি হাজার লক্ষ বছর আগে বিচ্ছেদ হয়ে অন্যভাবে বিবর্তিত হওয়া প্রাণীর সাথেও সম্পর্ক প্রমাণিত হয়েছে।
(৭) সবাই বলে বিবর্তন একটা থিউরি। এটাকে সঠিক বলা যায় না। একটা ফ্যাক্ট না। এটা কি ঠিক?
বিবর্তন অবশ্যই একটি থিউরি। পাশাপাশি, এটি একটি বৈজ্ঞানিক ফ্যাক্ট; ঠিক যেমন থিউরি অফ গ্র্যাভিটি। তবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ থিউরি, হাইপোথিসিস, ও ফ্যাক্ট নিয়ে দ্বিধান্বিত হয়ে যায়। উল্লেখ্য যে, বিজ্ঞানে বলা থিউরি আর নিত্যদিনে আমাদের ব্যবহার করা থিউরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
(৮) মানুষও কি বিবর্তনের ফলে এসেছে ?
পৃথিবীর সব প্রাণীর মত মানুষও বিবর্তনেরই ফসল।
(৯) মানুষ নাকি বানর থেকে এসেছে। ব্যাপারটা খুবই অদ্ভুত। যদি তাই হয়ে থাকে তাহলে বানর এখনো কিভাবে আছে ?
মানুষ বানর থেকে আসেনি। মানুষ ও বানর একটু কমন পূর্বপুরুষ থেকে ভিন্নভাবে বিবর্তিত হয়েছে। যা দেখতে না ছিল বর্তমান বানরের মত, না বর্তমান মানুষের মত। মিলিয়ন মিলিয়ন বছর ধরে এপরা ভিন্নভাবে বিবর্তিত হয়েছে সেখান থেকে একটা হচ্ছে বানর। অন্যদিকে হমিনিডদের থেকে মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে মানুষ বা Homo Sapiens.
(১০) মানুষও যে বিবর্তনের ফলে হয়েছে এর কী প্রমাণ আছে?
লক্ষ লক্ষ বছরের অনেক ফসিল প্রমাণ ও তাদের ডিএনএ পরীক্ষা করে ও উপরোক্ত পরীক্ষাগুলোর মাধ্যমে প্রমাণ হয়েছে যে মানুষ ৮-১০ মিলিয়ন বছর আগে শিম্পাঞ্জির সাথে কমন এক Hominoidea প্রাণী ছিল। এরপর মিউটেশন ও ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ধীরে ধীরে মিলিয়ন মিলিয়ন বছরে হমিনিড Australopithecus ( প্রায় ৩ মিলিয়ন বছর ) থেকে Homo habilis থেকে Homo erectus থেকে ধীরে ধীরে Homo Sapiens এ পরিণত হয়েছে।
আগের স্তরের প্রাণীর জেনেটিক ইনফো এখনো আমাদের মাঝে আছে। লক্ষ কোটি বছর আগের অনেক জেনেটিক ইনফো আজ অকেজো অবস্থায় আমাদের শরীরে রয়ে গেছে। তার মধ্যে রয়েছে –
ক) এপেনডিক্স (যেটা মিলিয়ন মিলিয়ন বছর আগে যখন পূর্বপুরুষেরা গাছে থাকতো আর শুধুমাত্র সবুজ খাদ্যের উপর নির্ভর ছিল তখন সেটা পরিপাকতন্ত্রের একটা অংশ হিসেবে কাজ করতো)
খ) টেইল বোন (জেনেটিক মিউটেশনের ফলে লেজ মিলিয়ন বছর আগেই বাহ্যিকভাবে লোপ পায় হমিনিডদের, কঙ্কাল কাঠামোতেও আসতে আসতে লোপ পেয়েছে, তবে এখনো কিছু অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে।)
গ) ভয়/চমকিত হওয়ার সময় লোম খাড়া হওয়া (স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যাদের থেকে আমরা বিবর্তিত হয়েছি বলা হচ্ছে, তাদের মতও আমাদের পেশী তন্তুতে একই রকম কৌশল বিদ্যমান)
আরও কিছু জিনিস আছে যেমন দুধ দাঁত, ছেলেদের নিপল, চোখের ভিতরের পর্দা, ঢেঁকুর তোলা ইত্যাদি।
(১১) প্রাণহীন পৃথিবিতে জড় পদার্থ থেকে কী করে প্রাণের উৎপত্তি হলো?
বিজ্ঞানীদের কাছে এখনো এই বিষয়টা পরিষ্কার না যে, প্রথম প্রাণ কিভাবে এসেছিলো। তবে শক্ত প্রমাণ আছে বিষয়টা প্রায় ৪ বিলিয়ন বছর আগে হয়েছিল, আর পানিতে হয়েছিল। সবচেয়ে প্রাচীন যে algae এর ফসিল পাওয়া গিয়েছে তা প্রায় ৩.৪ বিলিয়ন বছর আগের। প্রথম প্রাণের ব্যাপারে বিজ্ঞানীরা পরীক্ষা ও বিশ্লেষণ করে দেখেছে এটার পিছনে chemical evolutionই সবচেয়ে শক্ত প্রিমিসেস।
অ্যামোনিয়া, ফরফোরিক লবণ, আলো, বজ্রপাত এই বিষয়গুলো প্রাথমিক ডিএনএ কমিনেশন করার জন্য প্রয়োজন ছিল, যা পৃথিবীর লাভাযুগের শেষের দিকে (গ্রহাণুগুলো একত্রিত হওয়ার প্রায় ৬৫০ মিলিয়ন বছর পর) যথেষ্ট ছিল। তবে একটি মাত্র জীব থেকেই যে সব হয়েছে সেটা বলা মুশকিল। পরিস্থিতি অনুকূল ছিল একাধিক এককোষী একাধিক জায়গায় গঠিত হওয়ার।
(১২) প্রানের আদিলগ্নে এককোষী প্রাণী ছিল। এখনো কিভাবে এককোষী প্রাণী থাকে। এদের ক্ষেত্রে কি বিবর্তন কাজ করে না ?
বর্তমান সময়ের এক কোষী প্রাণী ৩.৪ বিলিয়ন বছর আগের প্রাণের চেয়ে বহুগুণে জটিল। আর বিবর্তনের ফলে সেই জটিলতা এসেছে।
(১৩) মানব সভ্যতা তো প্রায় কয়েক হাজার বছর ধরে চলছে। এর মধ্যেও কি কোন বিবর্তন হয়নি? নাকি আমাদের লক্ষ বছর অপেক্ষা করতে হবে?
অনেক প্রাণীরই হয়েছে। কিছুদিন আগে আমেরিকায় একটি স্তন্যপায়ীর হাড় পাওয়া গিয়েছে যেটায় মানুষের চিহ্নও পাওয়া যায়। মানে হাতির আগের পূর্বপুরুষ মানব সভ্যতা নিজ চোখেই দেখেছে। তাছাড়া মানুষের হাতেই বিবর্তন পেয়েছে বেশ কিছু প্রজাতি। তার মধ্যে কুকুর, বিড়াল, বিভিন্ন ধরনের শস্য, বেশ কিছু গবাদি পশু উলেক্ষযোগ্য। এই ধরণের বিবর্তন প্রক্রিয়াকে বলা হয় Artificial Selection, যা ন্যাচারাল সিলেকশনের মতই।
(১৪) Artificial Selection কী?
প্রাণীদের মধ্যে সেই প্রাণী যখন টিকে থাকে যা মানুষের মাধ্যমে সুবিধা ও বেঁচে থাকার ক্ষমতা পায় ও তাদের জেনেটিক ইনফো তাদের উত্তরাধিকারের মধ্যে বহন করে যায় তাকে Artificial Selection বলে।
ধরুন ৫টা কুকুর আছে। তার মধ্যে একটা মিউটেশনের ফলে একটু বেশি লোমশ। যা হয়ত মানুষের কোনো বাচ্চার খুব পছন্দ। সে খুব আদর যত্ন করে সেটা পালন করে। ফলে অন্য কুকুর কম সুবিধা পায়। লোমশ সেই কুকুর পরবর্তীতে যার জেনেটিক তথ্য পরের প্রজন্মে বহন করায়। সংকর জাতের প্রাণীগুলো এরই ফসল।
(১৫) প্রাণীদের মধ্যে কেউ মাংসাশী, কেউ তৃণভোজী, কেউ জড়ভোজী। এরা সবাই মিলে একটা সুশৃঙ্খল খাদ্য চক্র তৈরি করেছে। যেখানে এক স্তরের প্রাণী লোপ পেলে পুরো খাদ্য চক্রের সব প্রাণীর বিলুপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। বিবর্তনের এখানে ভুমিকা কী?
প্রথমে জীব শুধু পরিবেশ থেকে দরকারি কেমিক্যালগুলো সংগ্রহ করে নিজেদের রেপ্লিকেট করতো। তবে সবসময় আদর্শ কেমিক্যালে ভরা পরিবেশ পাওয়া যায় না। তখন সেই আদি জীবগুলো নিজেদের মৃত সহদরগুলো থেকে কেমিক্যাল নেয়ার চেষ্টা করত। যারা এমন করতে পেরেছে তারা ভিন্নভাবে বিবর্তিত হতে পেরেছে। এভাবে আসতে আসতে প্রাণীদের খাদ্য আহারের মধ্যে পরিবর্তন আসে। প্রথমে খাদ্যচক্র খুবই অস্থিতিশীল ছিল। কোটি কোটি বছরের নানা খাদ্য বিপর্যয়ের পর আজ এখন আমরা অনেক জায়গায় সুশৃঙ্খল খাদ্যস্তর পেয়েছি। অনেক প্রাণী এই প্রতিকূলতায় টিকে থাকার চেষ্টা করেছে আর সেইভাবেই বিবর্তিত হয়েছে। বিবর্তিত প্রাণী যারা বছরের একটা নির্দিষ্ট সময় মাইগ্রেশন করে সেটা তারও এক প্রমাণ। এমনকি আজও এমন অনেক স্থান আছে যেখানে খাদ্যস্তর খুবই ঝুঁকিপূর্ণ।
(১৬) কিছু প্রাণী ভিন্ন প্রজাতিতে বিবর্তিত হলেও তাদের শারীরিক অনেক মিল পাওয়া যায়। এমনটা কেন? (যেমন জিরাফ ও বাঘ)
জিরাফ, বাঘ তারা ভিন্নভাবে বিবর্তিত হলেও তাদের গায়ে এক রকমের স্ট্রাইপ বা ডোরা কাটা দাগ আছে। এটা সমাপতনিক বটে । আফ্রিকায় বিষাক্ত পোকামাকড়ের কামড়ে জিরাফের মৃত্যু ঝুঁকি থাকে। তাদের মধ্যে সেই প্রাণীগুলো ন্যাচারাল সিলেকশনে টিকে ছিল যারা নিজেদের পরিবেশের সাথে আড়াল করতে পারতো যাকে বলা হয় “camouflage”। চামড়ার মাধ্যমে পোকা থেকে নিজেদের আড়াল করায় তারা প্রজননে সেই জেনেটিক ইনফো পরের প্রজন্মে দিয়ে দেয়। বাঘের ক্ষেত্রেও তাই। সেই বাঘই টিকে আছে যেটা তৃণভোজী প্রাণীর চোখের আড়ালে থাকলে পেরেছে। সেই ডোরাকাটার জেনেটিক ইনফো পরের প্রজন্ম গুলো বহন করে আসছে।
(১৭) এখন কি বিবর্তন পরিপূর্ণ? সব প্রাণী তো সমৃদ্ধই দেখা যায়!
বিবর্তন প্রতিনিয়ত হয়। এই সমৃদ্ধির শেষ নেই। ধরুন শিকারী প্রাণী সুন্দর করে বিবর্তিত হল। তখন সেই সব শিকারী প্রাণী বেচে থাকার কৌশল শারীরিকভাবে বহন করে সে টিকে থাকে। বিবর্তন সমান্তরালভাবে হচ্ছেই।
(১৮) আমি একজন ধার্মিক। ইসলামে আছে আদম (আ) প্রথম মানব। তাকে ও মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে এখানে পাঠিয়েছেন। মানুষের বিবর্তন কি আদম (আ) এর ঘটনার সাথে সাংঘর্ষিক নয় কি?
এটা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্নমত আছে। ডঃ জাকির নায়েক মনে করেন মানুষ ব্যাতিত অন্য প্রাণের বিবর্তন আমাদের মানতে সমস্যা নেই। আবার অন্য লেকচারে সে এটাকে হাইপোথেসিস বলে আর কথা বাড়ান না। অন্যদিকে ডঃ রানা দাজানি যিনি একজন মুসলিম বায়োলজিস্ট, তিনি বিবর্তনকে ফ্যাক্ট মনে করেন । তার মতে আদম (আ) এর ব্যাপারে যা বলা আছে সেটা ” metaphor for humanity ‘in general’ হতে পারে। Dr. Yasir Qadhi যিনি একজন বিজ্ঞ ইসলামিক স্কলার তিনি মনে করেন আদম (আ) এর কাহিনীটা হয়তো রুপক। তিনি স্বীকার করেন বিবর্তন একটি ফ্যাক্ট। তবে তিনি হোমো সেমিপেন্ট এর শুরু ৫০,০০০ এর আগে হলে সেটা মুসলিমদের জন্য বিশ্বাসযোগ্য বলে তিনি মনে করেন না। যেটা বিবর্তনের প্রমাণের সাথে খাপ খায় না।
(ভিডিওগুলো দিচ্ছি)
(১৯) মানুষ ভবিষ্যতে কিভাবে বিবর্তিত হবে?
এটা আসলে বলা মুশকিল। তবে অনেকগুলো হাইপোথেসিস আছে এটা নিয়ে। যেমন মানুষের পায়ের কনিষ্ঠ আঙ্গুল বিলুপ্ত হয়ে যেতে পারে, আমাদের টিস্যু আরও কোমল হয়ে আসবে, চোখ বৃহৎ হবে, লম্বায় বৃদ্ধি পাবে ইত্যাদি। তবে সেটা আসলে বলা মুশকিল। কেননা পরিবর্তনশীল প্রযুক্তি মানুষের বিবর্তনকে অনুমান করা আরও জটিল করে দিচ্ছে।
(২০) শুনেছিলাম কোথায় জানি ৬০ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। সেটা কি সত্য ? আমরা কি সেখান থেকে বিবর্তিত হয়েছি?
বেশ কয়েক বছর আগে এমন কিছু ইমেজ ইন্টারনেটে সাড়া ফেলেছিল। যেখানে বলা হয় ন্যাশনাল জিওগ্রাফি এটা পেয়েছে। পরে যাচাই করে জানা যায় সেটা ছিল ফটোশপ দিয়ে তৈরি একটা মিথ্যা প্রোপাগান্ডা। ন্যাশনাল জিওগ্রাফিও অস্বীকৃতি জানায়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে ইন্টারনেটে সাড়া ফেলাই ছিল এই ইমেজের উদ্দেশ্য। আমরা কোন অতিকায় প্রজাতি থেকে বিবর্তিত হয়ে এখানে আসিনি। আমাদের পূর্বপুরুষরা ছিলেন লম্বায় খর্ব।
পরের পর্বগুলো দেখুন
চমৎকার লিখেছেন। ? এমন তথ্যবহুল লেখা আরো আশা করছি।
ধন্যবাদ লিখন ভাই
দারুন একটা লেখা, ধন্যবাদ আপনাকে । বিবর্তন নিয়ে ভাবতে গিয়ে আমি ধর্ম ও পালাম এবং আমার একটা প্রশ্ন মনে এলো. মুসলিম (প্রায় ৬৩০ খ্রিস্টাব্দ ), খ্রিস্টান (০ খ্রিস্টাব্দ ), ব্যৌধ ( -৬০০ খ্রিস্টাব্দ ), হিন্দু (-৩০০০~-৫০০০ ০ খ্রিস্টাব্দ ) এসেছে । ধর্ম এসেছিল মানুষ এর প্রয়োজন এ এবং প্রয়োজন টা ছিল সেই সময়ের । তবে ধর্মের কেন বিবর্তন হবে না ? কেন আমরা একটা ধারণা ই মেনে চলবো?
one of the best scientific writings in bangla I’ve ever read. I appreciate and look forward for more writings. In fact, I except books from such a wonderful sharp writer.
ফুলে গেলাম 😀 তবে দ্বিতীয় পর্ব আজকে লিখে জমা দিয়েছি (embedded video সহ) আশা করি এই পর্বটা আরও ভাল লাগবে যদি এডমিন পাবলিশ করেন।
I am helped so much.I’d like to be notified perpetually in my accout
এপেন্ডিক্স, টেইল বোন ইত্যাদি কখনোই মানুষের বিবর্তন প্রমাণ করে না।
ক্যামনে, ভাই? আরেকটু ডিটেইলসে বলেন।
এপেন্ডিক্স শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নিরাপদ আবাসস্থল। এখানেই তারা নিরাপদে বেড়ে ওঠে এবং কলেরা বা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত ব্যক্তিটির পরিপাকতন্ত্রকে পুনরায় কর্মক্ষম করার জন্য কাজ করে এ ব্যাকটেরিয়া। সব সময় প্রয়োজন হয় না বলে এপেন্ডিক্সকে অপ্রয়োজনীয় অঙ্গ বলতে পারেন না।
“Junk DNA” সম্পর্কে কি বলবেন?
যদি প্রজাতিগুলোর মধ্যে বিবর্তন প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে তাহলে দুটি কাছাকাছি প্রজাতির মধ্যে একটি অন্তরবর্তিকালীণ (transitional) প্রজাতি থাকার কথা। অর্থাৎ মাছ থেকে সরীসৃপ হয়ে থাকলে সেক্ষেত্রে মাছ ও সরীসৃপ এর মধ্যবর্তী প্রজাতি থাকার কথা। কিন্তু বর্তমানে এই প্রজাতি নেই কেনো?
ও মা, কী বলে! আছে তো অবশ্যই।
মাছ ও সরীসৃপএর মধ্যে transitional species গুলোর নাম-eusthenopteron,panderichtyhys,ventastega.আরো ৩-৪ টা ছিলো কিন্তু আশা করি এইগুলোই প্রশ্নটার জবাব দেয়ার জন্য যথেষ্ট
কোটি কোটি বছর আগে যে ‘ব্যাকটেরিয়া’ থেকে পুরো জীবজগতের বিবর্তন শুরু হয়েছে, সেই ‘বিশেষ ব্যাকটেরিয়া’-র অস্তিত্বের পক্ষে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ না থাকলে এটাও নিশ্চিত হওয়া সম্ভব নয় যে, ব্যাকটেরিয়া থেকেই পুরো জীবজগতের বিবর্তন শুরু হয়েছে এবং সেই ব্যাকটেরিয়ার আগে জীব বলতে কিছুই ছিল না। কোনো কিছুর অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ না থাকা মানে সেটি যদি এমনি এমনি ‘কাল্পনিক’ হয়ে যায় তাহলে সেই ‘বিশেষ ব্যাকটেরিয়া’ কাল্পনিক হবে না কেন? আর কোনো তত্ত্বের শুরুই যদি হয় কাল্পনিক কিছু একটা দিয়ে তাহলে সেটিকে বিজ্ঞান-ভিত্তিক বা বৈজ্ঞানিক তত্ত্ব নাকি কল্পনা-ভিত্তিক বা কাল্পনিক তত্ত্ব বলা হবে?
আপনি এক কাজ করেন , যত খুশি অ্যান্টিবায়োটিক খান, লজেন্সের মত করে। এরপর যখন আপনার শরীর অ্যান্টিবায়োটিকে কাজ হবে না তখন, এই কথাগুলো বলিয়েন। অথবা HIV ভাইরাসের রক্ত নিজে পুশ করে ফেলেন। আশা করা যায় আপনার শরীরে HIV ভাইরাস নিজেদের খাপ খাইয়ে মিউটেশন করে চেহারা পরিবর্তন করবে না, আপনি থাকবেন ফুরফুরা
ব্রেইনের পার্থক্যটা হয় মূলত অর্গ্যানাইজেশনে, আকারে নয়। আকার বড় হয় ততটুকু, যতটুকু অর্গ্যানাইজেশন পরিবর্তন করতে গিয়ে। কিন্ত আকার ছোট রেখেও অর্গ্যানাইজেশন এক রাখলে বিচারবুদ্ধিও একই থাকে। মানুষের ব্রেইনের আকার সর্বনিম্ন ৮০০ সিসি থেকে ২২০০ সিসি পর্যন্ত হতে পারে। তার মানে এই না যে ৮০০ সিসি আকারের মাথার বুদ্ধি কম।