ফেব্রুয়ারিতে প্রকাশিত হওয়ার কথা থাকলেও কিছু গুরুতর কারণে পিছিয়ে গিয়েছিলো আমাদের বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন। তবে মে এর শেষ সপ্তাহে হাজির হচ্ছে “বিজ্ঞানযাত্রা”… চমৎকার এবং অসাধারণ সব লেখার মধ্যে এই তিনটাকে আরেকটু বেশি আলোকপাত করছি। এই তিনটা আমাদের প্রাইমারি ফোকাসড আর্টিক্যাল।
মামুন রশিদ, ভার্জিনিয়ার এপ্যালাচান কলেজ অফ ফার্মেসীর শিক্ষক, লিখেছেন স্ট্রোক কীভাবে ঘটে, এটা থেকে রক্ষার জন্য বিজ্ঞানীরা কী করছেন, কীভাবে করছেন। সুবিশাল, কিন্তু সুপাঠ্য এই আর্টিক্যালটা একদম ডিটেইলসে আলোচনা করেছে স্ট্রোকের খুঁটিনাটি নিয়ে।
চমক হাসানকে তো সবাই চেনে। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পিএইচডিরত চমকের লেখা, আমাদের ম্যাগাজিনের প্রথম ভলিউমের ফীচার্ড আর্টিক্যাল, আর্কিমিডিসকে নিয়ে। প্রবন্ধের শিরোনাম – আর্কিমিডিসঃ নতুন করে খুঁজে পাওয়া।
ইউনিভার্সিটি অফ আরকানসা’তে অধ্যয়নরত অনীক আন্দালিব লিখেছেন কমিক-কন এর মত উৎসব লজিকন নিয়ে, যেখানে অতিথি হয়ে এসেছিলেন কার্ল সেগানের ছেলে ডোরিওন সেগান, এবং আরেকজন তুখোড় বক্তা ড্যারেল রে। দুজনের তুমুল দুটো বক্তৃতা নিয়ে অসাধারণ একটা লেখা হয়েছে, লজিকন ডায়েরী।
এগুলো ছাড়াও দুর্দান্ত সব প্রবন্ধ, সায়েন্স ফিকশন নিয়ে হাজির হচ্ছে, বিজ্ঞানযাত্রা!
Good job of our Bangladeshi Brilliant Science related writer.