২০১৪ এর আগস্টের ২০ তারিখ, একটি সায়েন্টিফিক জার্নাল আর্টিক্যাল প্রকাশিত হয়েছিলো। সেখানে আমেরিকার এরিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানালেন, ঠিক কোন জীনের কারণে, খসে যাওয়ার পরেও টিকটিকি জাতীয় প্রাণীর লেজ গজায়।
বিজ্ঞানীরা অনেকদিন ধরেই এই জিনিস নিয়ে বেশ উৎসুক ছিলেন। যেমন, জেব্রাফিশের পাখনা গজানো, স্যালাম্যান্ডারের লেজ গজানো, ইত্যাদি। গবেষকরা মোট ৩২৬টা জীনের কারসাজি দেখেছে, এই অসাধারণ বায়োলজিক্যাল ঘটনার মধ্যে।
চিন্তা করে দেখুন, এই জীন যদি মানুষের শরীরে কোনো না কোনোভাবে সফলভাবে ঢোকানো যায়, তাহলে কত কিছু করা সম্ভব। একসময় হয়তো জাদুবিদ্যার মত কাটা হাত, কাটা পা আবার গজানো সম্ভব হবে। এই ধরনের রিসার্চগুলো সেই জাদু দেখানোর দিনগুলোতে পৌঁছানোর প্রথম দিকের ধাপ। অবশ্যই আরো অনেক পথ যাওয়ার বাকি আছে। কিন্তু এই খবরটাও উদযাপন করার মত।
Science Rocks!
Very important information. ❤❤❤♥️♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕