কেন কাটার পরেও আবার গজায় টিকটিকি জাতীয় প্রাণীর লেজ?

01. Science

২০১৪ এর আগস্টের ২০ তারিখ, একটি সায়েন্টিফিক জার্নাল আর্টিক্যাল প্রকাশিত হয়েছিলো। সেখানে আমেরিকার এরিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানালেন, ঠিক কোন জীনের কারণে, খসে যাওয়ার পরেও টিকটিকি জাতীয় প্রাণীর লেজ গজায়।

বিজ্ঞানীরা অনেকদিন ধরেই এই জিনিস নিয়ে বেশ উৎসুক ছিলেন। যেমন, জেব্রাফিশের পাখনা গজানো, স্যালাম্যান্ডারের লেজ গজানো, ইত্যাদি। গবেষকরা মোট ৩২৬টা জীনের কারসাজি দেখেছে, এই অসাধারণ বায়োলজিক্যাল ঘটনার মধ্যে।

চিন্তা করে দেখুন, এই জীন যদি মানুষের শরীরে কোনো না কোনোভাবে সফলভাবে ঢোকানো যায়, তাহলে কত কিছু করা সম্ভব। একসময় হয়তো জাদুবিদ্যার মত কাটা হাত, কাটা পা আবার গজানো সম্ভব হবে। এই ধরনের রিসার্চগুলো সেই জাদু দেখানোর দিনগুলোতে পৌঁছানোর প্রথম দিকের ধাপ। অবশ্যই আরো অনেক পথ যাওয়ার বাকি আছে। কিন্তু এই খবরটাও উদযাপন করার মত।

Science Rocks!

Comments

ফরহাদ হোসেন মাসুম

ফরহাদ হোসেন মাসুম

বিজ্ঞান একটা অন্বেষণ, সত্যের। বিজ্ঞান এক ধরনের চর্চা, সততার। বিজ্ঞান একটা শপথ, না জেনেই কিছু না বলার। সেই অন্বেষণ, চর্চা, আর শপথ মনে রাখতে চাই সবসময়।

আপনার আরো পছন্দ হতে পারে...

5 1 vote
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
1 Comment
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
Sadia Zahin Suha
2 বছর পূর্বে

Very important information. ❤❤❤♥️♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕

1
0
Would love your thoughts, please comment.x
()
x