অন্য জায়গাতে কিছুটা থাকলেও মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে, সিয়েরা নেভাডা পর্বতমালায় পাওয়া যায় এই Giant Sequoia বৃক্ষ। এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গাছ, এবং আয়তনের দিক থেকে জীবিত জিনিসগুলোর মধ্যেও সবচেয়ে বড়। মানুষ এদের কাছে শিশু, আকারেও, বয়সেও। ছবিতে তিনজন মানুষকে দেখা যাচ্ছে, সেগুলো পয়েন্ট আউট করে দেয়া হলো।
সবচেয়ে বয়স্ক গাছটার বয়স – ৩৫০০ এর বেশি
সবচেয়ে লম্বা সিকোইয়া – প্রায় ৯৫ মিটার
সবচেয়ে মোটা সিকোইয়ার ব্যস – ১৭ মিটার
কত কম আয়ু আমাদের, এই গাছগুলোর তুলনায়। কতকিছুর সাক্ষী হয়ে রয়ে গেছে এরা। গৌতম বুদ্ধ, জেসাস, মুহাম্মাদ, সবাই ঐ ৩৫০০ বছর বয়সী গাছটার পরে এসেছেন, এবং আগেই চলে গেছেন। We are such a tiny creature.
Important information. ♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤❤❤❤❤