পৃথিবীতে কয়টি গাছ আছে ?

পৃথিবীতে কয়টি গাছ আছে ?

tree-density-map

নতুন একটি বড় আকারের গবেষণায় দুনিয়ার সমস্ত গাছের ছবি তোলা হয়েছে, যাতে বনভূমির পরিমাণও স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সংখ্যা বর্তমানে ৩.০৪ ট্রিলিয়ন, জনপ্রতি মানুষের জন্য ৪২২ টি। এই হিসাবে দুনিয়ার বনভূমির পরিমাণ বা গাছের পরিমাণ আগের অনুমিত পরিমাণের থেকে ৭.৫ গুণ বেশি। যার অর্থ এ ব্যাপারে আমাদের জানার ব্যাপক ঘাটতি ছিল।

এই জরিপের কাজ চালানো হয়েছে স্যাটেলাইটের ছবি ও ৪ লাখ ভূমি জরিপের মাধ্যমে। গবেষকরা গাছের সংজ্ঞা দিয়েছেন এভাবে , “বুক সমান উচ্চতায় কাষ্ঠল কাণ্ডের বেড় বা ব্যাস ১০ সেমি বা ৪ ইঞ্চি হলেই তা গাছ বা বৃক্ষ।” আগের গবেষণায় এই মাপ ছিল ৫০সেমি বা ২০ ইঞ্চি।
shutterstock_111537713
এই গবেষণা প্রাথমিকভাবে দুটি বড় কাজে লাগবে, কীভাবে পানি বিশুদ্ধিকরণ ঘটে ও কীভাবে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইওক্সাইড শোষিত হয়।

এতগুলো গাছের ভিতরে –
১.৩৯ ট্রিলিয়ন গাছ আছে ক্রান্তীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলের বনে,
০.৭৪ ট্রিলিয়ন গাছ আছে উত্তর গোলার্ধের বনে,
০.৬১ ট্রিলিয়ন গাছ আছে নাতিশীতোষ্ণ অঞ্চলের বনে।

আর্কটিক বৃত্তের ভিতরে Russia, Scandinavia and North America এলাকায় ৪৩% গাছ আছে। এটিই বর্ডারলেস পৃথিবীর এখন সবচে বড় বন। যদিও এখানকার গাছের অধিকাংশই ছোট, ফলে ঘনত্ব বেশি হলেও কার্বন নিষ্কাশনে বড় প্রভাব রাখে না।
একসময়কার বিখ্যাত আমাজন বনের এখন করুণ দশা। দেখা গেছে গত ১২ বছরে ১৫ বিলিয়ন গাছ কাটা হয়েছে, লাগানো গাছের হিসাব করলে  ১০ বিলিয়ন গাছ হারিয়েছে পৃথিবী এ সময়ে। মানুষই গাছের সংখ্যার বড় নিয়ামক।

বিজ্ঞানীরা ঐতিহাসিক তথ্য ব্যবহার করে দেখিয়েছেন মানবসভ্যতা শুরুর পর থেকে, ১১০০০ বছর আগে ধরে,  ৪৬% বা অর্ধেক গাছ হারিয়েছে পৃথিবী ।

Credit: Crowther, et al
photo credit: “One, two, three… Okay, I give up.” Julia Ivantsova/Shutterstock

সূত্রসমূহ –
Nature, IFLS.

Comments

Avatar

অভিষেক সোম জিৎ

Assistant Manager (Maintenance - Electrical), Milk Vita

আপনার আরো পছন্দ হতে পারে...

5 1 vote
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
5 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
S. A. Khan
9 বছর পূর্বে

বিজ্ঞানযাত্রায় আমরা আরো তথ্যবহুল পোষ্ট আশা করি।
ছোট হয়ে গেছে লেখাটি। কিছু বিশেষ প্রজাতির ও বিশিষ্টের গাছের ব্যাপারে বর্ননা দেয়া যেত।

ফরহাদ হোসেন মাসুম
Reply to  অভিষেক সোম জিৎ
9 বছর পূর্বে

আমারো তাই মতামত। আরো ডিটেইলস সহ লেখার অনুরোধ করছি।

S. A. Khan
9 বছর পূর্বে

****বৈশিষ্টের

5
0
Would love your thoughts, please comment.x
()
x