এমন বোলতা যে মাকড়সার জাল ব্যবহার করে!

11108260_790039587761371_8113527927895910481_n

নাম Hymenoepimecis argyraphaga এরা এমন প্যারাসিটয়েড বোলতা  যা তরুণ বোলতাদের ভোজন করানোর জন্য তাদের শিকারদের মন নিয়ন্ত্রণ করতে সক্ষম।

10290666_790039584428038_2240041836345365147_n

Ampulex Compressa, Ichneumon eumerus বা Pepsini -দের তুলনায় এই জাতীয় বোলতা তার হোস্টদের প্রতি অপেক্ষাকৃত দয়ালু হয়ে থাকে। তাদের হোস্টদের দংশন করে শুধুমাত্র সাময়িকভাবে অসাড় করে দেয় যেন প্রাপ্তবয়স্ক মহিলা বোলতা যথেষ্ট সময় পায় মাকড়সার পেটের উপর তাদের ডিম স্থাপন করার জন্য। কিশোরী মাকড়সার উপর এই ডিমগুলো স্থাপন করা হয়। এটি বৃদ্ধি পায় আস্তে আস্তে এবং পরিপক্ক হয়ে উঠে মাকড়সার দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। দুই সপ্তাহ পর যখন মাকড়সা তার জাল বুনতে থাকে ও পোকামাকড় শিকারে বের হয় তখন ডিমগুলো লার্ভায় পরিণত হয় এবং ছোট গর্তের মধ্য দিয়ে মাকড়সার রক্ত পান করতে থাকে। শূককীটগুলো মূককীটে রূপান্তরিত হওয়ার পর্যায়ে এটি মাকড়সার ভিতর এমন রাসায়নিক ইঞ্জেক্ট করে যেন মাকড়সা সম্পূর্ণ ভিন্ন ধরণের জাল বুনতে পারে যা সে আগে কখনো বুনেনি, আর সেই জালের মাঝে বোলতা যেন বাস করতে পারে। এমনকি শূককীট জাল বুননের প্রক্রিয়ার পর্ব মুছে ফেললেও মাকড়সা বিপথগামী ওয়েব-স্পিনিং করতেই থাকে। শূককীট তারপর মল্ট হতে থাকে এবং মাকড়সার শরীরে বিষ প্রয়োগ করে তাকে নিহত করে। মাকড়সার তৈরিকৃত জালের মাঝে গুটি নির্মাণ করে তাতে বসবাস করতে শুরু করে। এইভাবে শূককীটগুলো মূককীটে রূপ নেয় এবং বড় হতে থাকে। সেই সাথে চলতে থাকে তাদের জীবন চক্র।

1551482_790039581094705_4279127858970728816_n

Classification:
Kingdom: Animalia
Phylum: Arthropoda
Class: Insecta
Order: Hymenoptera
Family: Ichneumonidae
Genus: Hymenoepimecis
Species: Hymenoepimecis argyraphaga

 

পূর্বে প্রকাশিত বাংলাদেশ সায়েন্স সোসাইটিতে

Comments

Avatar

নিহারিকা

lover of sciency things.....

আপনার আরো পছন্দ হতে পারে...

0 0 votes
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x