আহ ! ইডিওক্রেসি !!মুভির ধরন সায়েন্স ফিকশন, কমেডি মুভি।
এই মুভিটির সাথে তুলনা দেয়া যেতে পারে ওয়াল-ই মুভিটির; দুটোর প্লট অনেকটা কাছাকাছি!
তবে ইডিওক্রেসি একটা এপিক !
তবে মুভিটির শুটিং করার জন্য এত এত দামি স্পট তৈরি না করে সরাসরি বাংলাদেশে ই শুটিং করা যেতো !
ওবেসিটি, নির্বুদ্ধিতা, হিউমার আর অসাধারণ অভিনয়ের জন্য ছবিটি দুর্দান্ত !
পোষ্টটিতে স্পয়লারে ভর্তি থাকলেও কথা দিতে পারি, এই মুভিটি দেখার সময় আপনি ঠকবেন না, এবং বারবার মুভিটি দেখতে চাইবেন । তারপর ও যাদের স্পয়লারে এলার্জি আছে তাঁরা নিচের ছবিটির নিচে আর কন্টিনিউ করবেন না !
২০০৫ সালে একটি টপ সিক্রেট মিলিটারী এক্সপেরিমেন্টের অংশ হিসেবে আর্মি সদস্য জো’কে রিতা নামে এক মেয়ের সাথে এক বছরের জন্য হাইবারনেশনে রাখা হয় । ‘রিতা’ যে একজন প্রস্টিটিউট, স্বাভাবিক কোন মেয়ে এক্সপেরিমেন্টে অংশ নিতে সম্মত না হওয়ায় তাঁকে ভাড়া করা হয় ।
এক্সপেরিমেন্ট চলাকালে এক্সপেরিমেন্ট পরিচালনা কারী মিলিটারী প্রধান প্রস্টিটিউটের সাথে সংশ্রব থাকার দায়ে গ্রেফতার করা হয়, এবং তাঁর টপ সিক্রেট এক্সপেরিমেন্ট বন্ধ করে দিয়ে সেখানে ময়লা ফেলার স্থান বানানো হয় ।
সে আবর্জনার স্তূপ থেকে ২৫০৫ সালে জো’রা জেগে উঠে এবং দেখে যে পুরো পৃথিবী ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে ।
মানুষের বুদ্ধিমত্তা কমতে কমতে তলানিতে ঠেকেছে, নির্বুদ্ধিতা, যৌনতা নির্ভর সংস্কৃতি গড়ে উঠেছে এবং সেখানে জো পৃথিবীর সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি !
সে এই কাটবলদের দুনিয়ায় কীভাবে বিপদে পরে এবং এবং নিজেসহ পুরো পৃথিবীকে কীভাবে উদ্ধার করে তা নিয়ে এগিয়ে যায় ইডিওক্রেসির মুভিটি ।
পুরো মুভিটি দেখার সময় আপনার মনে হবে ট্রেলার দেখছেন ।
প্রতিটি দৃশ্য এত মজার আর রসাত্মক যে আপনি একবার দেখা শুরু করলে পুরোটা শেষ না করে উঠতে পারবেন না ।
তো দেখা শুরু করুন এখান থেকে ।
Very nice and important historical movie.♥️♥️♥️♥️♥️♥️