ইডিওক্রেসি মুভি রিভিউ

biggan ido 2

 

আহ ! ইডিওক্রেসি !!মুভির ধরন সায়েন্স ফিকশন, কমেডি মুভি।
এই মুভিটির সাথে তুলনা দেয়া যেতে পারে ওয়াল-ই মুভিটির; দুটোর প্লট অনেকটা কাছাকাছি!
তবে ইডিওক্রেসি একটা এপিক !
তবে মুভিটির শুটিং করার জন্য এত এত দামি স্পট তৈরি না করে সরাসরি বাংলাদেশে ই শুটিং করা যেতো !
ওবেসিটি, নির্বুদ্ধিতা, হিউমার আর অসাধারণ অভিনয়ের জন্য ছবিটি দুর্দান্ত !

পোষ্টটিতে স্পয়লারে ভর্তি থাকলেও কথা দিতে পারি, এই  মুভিটি দেখার সময় আপনি ঠকবেন না, এবং বারবার মুভিটি দেখতে চাইবেন । তারপর ও যাদের স্পয়লারে এলার্জি‌ আছে তাঁরা নিচের ছবিটির নিচে আর কন্টিনিউ করবেন না !
idiocracy-poster-artwork-luke-wilson-maya-rudolph-dax-shepard

২০০৫ সালে একটি টপ সিক্রেট মিলিটারী এক্সপেরিমেন্টের অংশ হিসেবে আর্মি সদস্য জো’কে রিতা নামে এক মেয়ের সাথে এক বছরের জন্য হাইবারনেশনে রাখা হয় । ‘রিতা’ যে একজন প্রস্টিটিউট, স্বাভাবিক কোন মেয়ে এক্সপেরিমেন্টে অংশ নিতে সম্মত না হওয়ায় তাঁকে ভাড়া করা হয় ।
এক্সপেরিমেন্ট চলাকালে এক্সপেরিমেন্ট পরিচালনা কারী মিলিটারী প্রধান প্রস্টিটিউটের সাথে সংশ্রব থাকার দায়ে গ্রেফতার করা হয়, এবং তাঁর টপ সিক্রেট এক্সপেরিমেন্ট বন্ধ করে দিয়ে সেখানে ময়লা ফেলার স্থান বানানো হয় ।
সে আবর্জনার স্তূপ থেকে ২৫০৫ সালে জো’রা জেগে উঠে এবং দেখে যে পুরো পৃথিবী ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে ।
মানুষের বুদ্ধিমত্তা কমতে কমতে তলানিতে ঠেকেছে, নির্বুদ্ধিতা, যৌনতা নির্ভর সংস্কৃতি গড়ে উঠেছে এবং সেখানে জো পৃথিবীর সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি !
সে এই কাটবলদের দুনিয়ায় কীভাবে বিপদে পরে এবং এবং নিজেসহ পুরো পৃথিবীকে কীভাবে উদ্ধার করে তা নিয়ে এগিয়ে যায় ইডিওক্রেসির মুভিটি ।

পুরো মুভিটি দেখার সময় আপনার মনে হবে ট্রেলার দেখছেন ।
প্রতিটি দৃশ্য এত মজার আর রসাত্মক যে আপনি একবার দেখা শুরু করলে পুরোটা শেষ না করে উঠতে পারবেন না ।

তো দেখা শুরু করুন এখান থেকে ।

টরেন্ট এখানে ।

 

 

Comments

রবিউল হাসান

রবিউল হাসান

বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে।” -নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আপনার আরো পছন্দ হতে পারে...

5 1 vote
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
1 Comment
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
Sadia Zahin Suha
2 বছর পূর্বে

Very nice and important historical movie.♥️♥️♥️♥️♥️♥️

1
0
Would love your thoughts, please comment.x
()
x