আপনার শরীরে কোষের সংখ্যা ৩০ ট্রিলিয়ন এর আশেপাশে হলেও আনুবীক্ষণিক জীব আছে তার তিনগুণেরও বেশি। মজার কথা হচ্ছে, এরা খুবই বন্ধুভাবাপন্ন, আপনার শরীরের প্রতি।
তবে হিসাবটা ধরতে পারছেন? আপনার শরীরের ৭০% – ৯০% কোষই আপনার নিজের নয়। অথচ এগুলো সহই আমরা নিজেদেরকে মানুষ দাবি করছি। আমরা যখন বলছি “মানুষ” – আমরা এই ব্যাকটেরিয়া আর ছত্রাকজাতীয় কোষগুলোকে সহই বলছি।
চামড়া, মুখ, নাক, কান, গলবিল, পাকস্থলী, আর বিশেষ করে নাড়িভুঁড়ি – কোথায় নেই এরা? আপনার শরীর যেন এদের থাকার জন্য বিশাল এক বন, যেখানে ওরা এমন কিছু বৈশিষ্ট্য অর্জন করে নিয়েছে, যেগুলোর মাধ্যমে ওরা নিজেদের আর বনের, উভয়েরই উপকার করছে।
Source: “Missing Microbes” by Martin J. Blaser