কী একখান বাসস্থান!

আপনার শরীরে কোষের সংখ্যা ৩০ ট্রিলিয়ন এর আশেপাশে হলেও আনুবীক্ষণিক জীব আছে তার তিনগুণেরও বেশি। মজার কথা হচ্ছে, এরা খুবই বন্ধুভাবাপন্ন, আপনার শরীরের প্রতি।

10153213_745209065524471_8302150857702675960_n

তবে হিসাবটা ধরতে পারছেন? আপনার শরীরের ৭০% – ৯০% কোষই আপনার নিজের নয়। অথচ এগুলো সহই আমরা নিজেদেরকে মানুষ দাবি করছি। আমরা যখন বলছি “মানুষ” – আমরা এই ব্যাকটেরিয়া আর ছত্রাকজাতীয় কোষগুলোকে সহই বলছি।

চামড়া, মুখ, নাক, কান, গলবিল, পাকস্থলী, আর বিশেষ করে নাড়িভুঁড়ি – কোথায় নেই এরা? আপনার শরীর যেন এদের থাকার জন্য বিশাল এক বন, যেখানে ওরা এমন কিছু বৈশিষ্ট্য অর্জন করে নিয়েছে, যেগুলোর মাধ্যমে ওরা নিজেদের আর বনের, উভয়েরই উপকার করছে।

Source: “Missing Microbes” by Martin J. Blaser

Comments

বিজ্ঞানযাত্রা

বিজ্ঞানযাত্রা

বিজ্ঞানযাত্রা কর্তৃপক্ষ।

আপনার আরো পছন্দ হতে পারে...

0 0 votes
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x