মহাজাগতিক প্রাণীর খোঁজে আগেও অনেক অভিযান পরিচালিত হয়েছে । এদের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে মহাবিশ্বের নানা প্রান্তে, মানুষের পক্ষে যতদূর সম্ভব।
পৃথিবীর নানা প্রান্তের নানা ল্যাব থেকে এসব বার্তা ছড়িয়ে গেছে বহু আলোকবর্ষ দূরে ।
তেমনি এক ল্যাবে কাজ করে বিজ্ঞানী সাইফ ।
প্রতিবার বার্তা পাঠানোর আগে নিজেদের যথাসম্ভব ইনসুলেটেড করে নিতে হয় , এবং প্রতিরক্ষা আবরণী দিয়ে নিজেদের ভালভাবে ঢেকে নিতে হয় যাতে তথ্যের বিশুদ্ধতা রক্ষা পায় ।
আজ এমনি একটা মহাকাশযান পাঠানো হচ্ছে সাইফদের ল্যাব থেকে ।
সাইফ কি মনে করে সবার অলক্ষে নিজের একটি চুল ঢুকিয়ে দিল ডিস্কের সাথে ।
….গায়ে অসম্ভব ব্যথা নিয়ে সাইফ জেগে উঠে ঘুম থেকে, তার কেবল মনে হচ্ছে অনেক কাল ঘুমিয়ে ছিল । রুমের পরিবেশ পুরোপুরি অচেনা । এ কোথায় সে?
স্বপ্ন দেখছেনাতো ?
যে রুমে সে শুয়ে আছে সেখানের একটা বস্তুও তার চেনাজানা নয় । আর চারপাশে কেমন যেন একটা গা শিরশিরে একটা অনুভূতি । তার মনে হচ্ছে, সে ব্যাখ্যার বাইরে কিছু একটা অনুভব করতে পারছে ।
“আমি স্বপ্ন দেখছি”-নিজেকে প্রবোধ দিল সাইফ ।
”না তুমি স্বপ্ন দেখছো না ” কেউ যেন বলে উঠল তার পরিষ্কার মনে হল ।
চমকে উঠে চারপাশে তাকাল । কোথাও কেউ নেই ।
তাহলে কথা বলল কে ? বরং বলা চলে, সে কথা শুনল !
“আমরা তোমার প্রতিলিপি তৈরি করেছি তোমার চুল থেকে, তোমাদের পাঠানো বার্তায় একমাত্র জৈবিক বস্তু থেকে, তোমার ডিএনএ থেকে তোমার ব্যাপারে সব জেনে গেছি, তোমার ভেতর কিছু অদলবদল ঘটিয়েছি যাতে আমরা তোমার সাথে যোগাযোগ করতে পারি, যাতে তুমি এই পরিবেশে টিকে থাকতে পারো ! “
বিজ্ঞান কল্পকাহিনী লিখতে অংশ করে প্রকাশ করা যাবে?
লেখালেখির ব্যাপারে লেখক যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন।