Rosetta Mission স্পেসশিপ থেকে নামা Philae ল্যান্ডারের কথা মনে আছে ? ল্যান্ডারটি ধূমকেতুতে নাচানাচি করে বেশ কয়েকটি জৈব যৌগের সন্ধান পেয়েছে। নাচানাচির ট্র্যাক ছবিতে দেয়া হল।
যা যা পেয়েছে –
প্রোপানোন
প্রোপানাল
ইথানামাইড
মিথাইল আইসো-সায়ানেট
এবং আরো বিভিন্ন নাইট্রোজেন – জাতক যৌগ।
এগুলো সবই ডি এন এ তৈরির বা সুগার মলিকুল তৈরির প্রধান উপাদান।
এর আগে ডিপ ইম্প্যাক্ট মিশনেও এমন জৈব যৈগের সন্ধান পাওয়া গেছিল, তবে তাতে অনলাইন সেন্সর যন্ত্রাংশ ছিল না, সেটি পৃথিবীতে স্যাম্পল নিয়ে এসেছিল। একটি হল জার্মানদের বানানো Cometary Sampling and Composition (COSAC) যন্ত্র ও অন্যটি যুক্তরাজ্যের Ptolemy । দুইটি যন্ত্রাংশই পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের বরফ ছাড়াও অনেক জৈব যৌগের শনাক্ত করেছে।
Credits : ESA/Rosetta/NAVCAM