খুঁজে নিন আপনার অস্তিত্ব, বুঝে নিন আপনার ক্ষুদ্রতা!

১) এটা পৃথিবী। এখানেই আপনার বাস!

.

২) আর এটা হল আমাদের সৌরজগৎ। কি, খুঁজে পেলেন পৃথিবীকে?

And this is where you live in your neighborhood, the solar system.

.

৩) এখানে দেখছেন পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব। খুব একটা বেশি নয়, তাই না?

Here's the distance, to scale, between the Earth and the moon. Doesn't look too far, does it?

.

৪) তাহলে আরেকবার ভাবুন!

কারণ এই দূরত্বের ভেতরেই সাঁটিয়ে দেওয়া সম্ভব সৌরজগতের সব কয়টা গ্রহকে [প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয় নি]।

THINK AGAIN. Inside that distance you can fit every planet in our solar system, nice and neatly.

.

৫) ছবির সবুজ দাগ দিয়ে বৃহস্পতি গ্রহের গায়ে উত্তর আমেরিকার ক্ষেত্রফল বুঝানো হচ্ছে।

But let's talk about planets. That little green smudge is North America on Jupiter.

.

৬) এখানে দেখুন শনি গ্রহের তুলনায় পৃথিবীর আকার [একটা নয়, দুটো নয়, ছয় ছয়টা পৃথিবী!]

And here's the size of Earth (well, six Earths) compared with Saturn:

.

৭) যদি শনির বলয় পৃথিবীর চারপাশে থাকতো, কেমন হত দেখতে?

And just for good measure, here's what Saturn's rings would look like if they were around Earth:

.

৮) নীচের ছবির দানবীয় আকৃতিটা একটা ধূমকেতু! লস এঞ্জেলেস শহরের তুলনায় ধূমকেতুটি দেখতে কেমন লাগবে, সেটাই দেখানো হয়েছে।

This right here is a comet. We just landed a probe on one of those bad boys. Here's what one looks like compared with Los Angeles:

.

৯) কিন্তু এই ধূমকেতুর আকার দেখে ভয় পেলে চলবে না। অপেক্ষা করছে সূয্যি মামা!

But that's nothing compared to our sun. Just remember:

.

১০) কখনো ভেবেছেন, চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখায়?

ঠিক এমনই…

Here's you from the moon:

.

১১) মঙ্গল থেকে এমন…

Here's you from Mars:

.

১২) আর শনির বলয়ের পেছন থেকে?

এমন।

Here's you from just behind Saturn's rings:

.

১৩) এখন আসুন চার বিলিয়ন মাইল দূরের গ্রহ নেপচুনে। এখান থেকে আপনাকে আদৌ দেখা যাচ্ছে কি?

And here's you from just beyond Neptune, 4 billion miles away.

.

১৪) আবারও আসুন সূর্যের কাছে। এবার স্পষ্ট করে সূর্যের সাথে তুলনা করে পৃথিবীর আকার দেখানো হলো।

বেশ ভয়ংকর দৃশ্য, তাই না?

Let's step back a bit. Here's the size of Earth compared with the size of our sun. Terrifying, right?

.

১৫) সেই একই সূর্যকে দেখুন মঙ্গলের পৃষ্ঠদেশ থেকে।

And here's that same sun from the surface of Mars:

.

১৬) কিন্তু এ আর এমন কী? কার্ল সেগান তন্ময় হয়ে ভেবেছিলেন, পৃথিবীর সকল সাগর সৈকত মিলিয়ে যত বালুকণা আছে, তার চেয়েও বেশি নক্ষত্র আছে আমাদের ব্রহ্মাণ্ডে! আপনিও কথাটার মর্মার্থ বুঝতে পারবেন, নিচের ছবিগুলো দেখতে থাকলে।

But that's nothing. Again, as Carl once mused, there are more stars in space than there are grains of sand on every beach on Earth:

.

১৭) আমাদের সূর্যের চেয়ে হাজার গুণ বড় নক্ষত্র আছে ব্রহ্মাণ্ডে। দেখুন, আমাদের সূর্যটাকে কেমন গোবেচারা লাগছে VY Canis Majoris নামক হাইপারজায়ান্ট লাল নক্ষত্রের তুলনায়!

Which means that there are ones much, much bigger than little wimpy sun. Just look at how tiny and insignificant our sun is:

.

১৮) কিন্তু একটা ছায়াপথের (গ্যালাক্সি) আকারের কাছে এদেরকে চুনোপুঁটি বললেও ভুল হবে। বলা দরকার আণুবীক্ষণিক জীব! কেন বলছি এমন, তাই ভাবছেন তো?

জানেনই তো, রক্তের একটা কণা কত ছোটো, তার মধ্যে শ্বেত রক্তকণিকা আরো কত ছোটো! আমাদের ছায়াপথটা যদি যুক্তরাষ্ট্রের সমান হয়, সেই অনুপাতে সূর্যের আকৃতি দাঁড়াবে একটা শ্বেত রক্তকণিকার সমান।

But none of those compares to the size of a galaxy. In fact, if you shrank the sun down to the size of a white blood cell and shrunk the Milky Way galaxy down using the same scale, the Milky Way would be the size of the United States:

.

১৯) কারণ, আকাশগঙ্গার আকার বি-শা-আ-আ-আ-ল। নীচে দেখুন এই ছায়াপথের কোথায় আপনি থাকেন!

That's because the Milky Way galaxy is huge. This is where you live inside there:

.

২০) মন খারাপ হয়ে গেলো? আহা! তাহলে নীচের ছবিটা না দেখাই ভালো।

কারণ এই ছবির হলুদ বৃত্ত থেকে বুঝা যায়, বিশাল ছায়াপথের কত ক্ষুদ্র একটা পরিসর আমাদের চোখে পড়ে মাত্র!

But this is all you ever see:

 

বলে রাখা ভালো, এটা আকাশগঙ্গার ছবি নয়।

.

২১) মাথা ঘুরাচ্ছে? এখনও না ঘুরালে দেখুন এই ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে প্রথমে আমাদের মিল্কিওয়ে বা আকাশগঙ্গা, এরপর এন্ড্রোমিডা, এরপর M87, এবং এরপর IC 1011 ছায়াপথ!

IC1011 এর অবস্থান, পৃথিবী থেকে ৩৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে।

But even our galaxy is a little runt compared with some others. Here's the Milky Way compared to IC 1011, 350 million light years away from Earth:

 

চিন্তা করে দেখুন তো, IC 1011-এর ভেতরে কী আছে!

.

২২) চলুন, আরেকটু বড় পরিসরে চিন্তা করি।

নীচের ছবিটা হাবল টেলিস্কোপ দিয়ে তোলা, যেখানে হাজার হাজার ছায়াপথ তাদের মিলিয়ন মিলিয়ন নক্ষত্র নিয়ে বসে আছে। এসব নক্ষত্রের আছে আবার আবার নিজস্ব গ্রহ!

.

২৩) এখানকার একটা ছায়াপথ হল UDF 423, যেটা পৃথিবী থেকে দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। আপনি যখন এই ছবিটার দিকে তাকাচ্ছেন, তখন কী দেখতে পাচ্ছেন জানেন?

বিলিয়ন বিলিয়ন বছর আগের দৃশ্য! কেন? কারণ, ওখান থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছাতে লেগে যায় বিলিয়ন বিলিয়ন বছর!

Here's one of the galaxies pictured, UDF 423. This galaxy is 10 BILLION light years away. When you look at this picture, you are looking billions of years into the past.

শ্বাসরুদ্ধকর, তাই না?

.

২৪) রাতের আকাশে আমরা যতগুলো নক্ষত্র দেখি, এই ব্রহ্মাণ্ডের মোট নক্ষত্রের তুলনায় সেগুলোর সংখ্যা যে কতোটা তুচ্ছ! যে জায়গাটা আপাতদৃষ্টিতে শূন্য মনে হয়, ওখানে ভালো করে দেখলে এতগুলো ছায়াপথ দেখা যায়! যাদের প্রত্যেকটাতে আছে বিলিয়ন নক্ষত্র!

And just keep this in mind — that's a picture of a very small, small part of the universe. It's just an insignificant fraction of the night sky.

.

২৫) আর জানেনই তো, কৃষ্ণগহ্বর বলে একটা ব্যাপার আছে। বিশাল (মানে, বেশিই বিশাল) কোনো নক্ষত্রের মহাকর্ষ যখন এতো বেশি বেড়ে যায় যে সে আলোকেও নিজের ভেতর থেকে বের হতে দেয় না, সেটাকে কৃষ্ণগহবর বলে।

আমাদের ধরণীর কক্ষপথের সহিত তুলনা করিয়া তাহার আকারের ছবিটা দেওয়া হইল আপনাকে ভড়কাইয়া দিবার নিমিত্তে।

তাই, নিজের উদ্দেশ্য, নিজের আশা-আকাংক্ষা, এগুলো নিয়ে মারামারি করার কোনো মানে নেই। এগুলো অত্যন্ত তুচ্ছ ব্যাপার। তাহলে, অসীম এই মহাবিশ্বে, অতি ক্ষুদ্র এই আমাদের মূল্য কোথায়?

মূল্য হচ্ছে অন্যের কল্যাণার্থে কাজ করার মধ্যে, একে অপরের সাথে মিলেমিশে থাকার মধ্যে। আলবার্ট আইনস্টাইন বলে গেছেন, “Only a life lived for others is a life worthwhile”।

.

ও হ্যাঁ, আরও কিছু ছবি। দেখে নিন বিশ্বজগতের তুলনায় কতোটা মামুলি মনে হয় আমাদের!

এই গ্রহটা আপনার বাসভূমি।

This is your home..

যখন আপনি পৃথিবী থেকে বের হয়ে পুরো সৌরজগৎটাকে দেখবেন।

This is what happens when you zoom out from your home to your solar system.

.

যখন সৌরজগৎ থেকে বের হয়ে আশেপাশে, উপর নিচে তাকাবেন।

And this is what happens when you zoom out farther...

.

এবং আরও বাইরে গিয়ে তাকাবেন আকাশগঙ্গা ছায়াপথের দিকে…

.

আরও বাইরে যেতে থাকুন… দেখবেন ছায়াপথদের মেলা!

Keep going...

.

আরও যাবেন? দেখবেন হাজার হাজার ছায়াপথ মিলে তৈরি করেছে এক একটা ক্লাস্টার!

Just a little bit farther...

.

আরও যান… দেখবেন অনেকগুলো ক্লাস্টারের সমারোহ।

Almost there...

ব্যস শেষ! এখন দেখুন পর্যবেক্ষণযোগ্য বিশ্বব্রহ্মাণ্ডের ছবি।

.

একটা কুইজ দেওয়ার লোভ সামলাতে পারছি নাঃ আপনি কোথায়, খুঁজে বের করুন তো দেখি?

.

মূল ফিচারঃ এখানে

অনুলিখনঃ নির্ঝর রুথ।

Comments

আপনার আরো পছন্দ হতে পারে...

0 0 votes
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
3 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
taj shyam
taj shyam
9 বছর পূর্বে

শেয়ার অপশন দেয়া নেই কেন?

ফরহাদ হোসেন মাসুম
Reply to  taj shyam
9 বছর পূর্বে

ফেসবুক থেকে? লগিন করা আছে তো ফেসবুকে? থাকলে বন্ধুদের জানান অপশনটা আসার কথা।

ইব্রাহিম
ইব্রাহিম
9 বছর পূর্বে

আইনস্টাইন তো এখনকার লোক, মহানবী (স.) এর জীবনে শত শত উদাহরণ ছড়ানো আছে যে, আমাদের কি করা উচিৎ।
আর একটু বললে বলতে হয়, ‘জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন’- আল-কোরআন।

3
0
Would love your thoughts, please comment.x
()
x