এই বছরের মে মাসে কাজাখাস্তানের স্তেপ তৃণভূমিতে বিচরণরত বিলুপ্তপ্রায় Saiga Antelope মারা যায়। এই বছরে মারা যায় ১২০,০০০ এন্টিলোপ যেখানে গোটা দুনিয়ায় এদের সংখ্যা ছিল ২৪৭,০০০।
এর মধ্যে ৪ দিনে একটি এন্টিলোপের পালের সবগুলোই মারা যায়, মোট ৬০,০০০ এন্টিলোপ। মে মাস থেকে শুরু হয়ে জুনে শেষ হয়।
টিস্যু স্যাম্পল থেকে পাস্তুরেলা Pasteurella ও সম্ভবত ক্লসট্রিডিয়া ব্যাক্টেরিয়া সংক্রমণের উতপন্ন বিষ পাওয়া গেছে। কিন্তু পাস্তুরেলা খুবই নিরীহ মাইক্রোব, একটি প্রাণী খুব দুর্বল না হলে আক্রমণ করে না। কীভাবে এত দ্রুত সংক্রমণ হল তাতে বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছেন।
এর আগে ২০১০ এর জুনে ১২,০০০ সাইগা এন্টিলোপের এমন রহস্যময় মৃত্যুর খবর বেরিয়েছিল।
তারও আগে ১৯৮৪তে সোভিয়েত রাশিয়ার আমলে ৪ টি পালের ১০০,০০০ এন্টিলোপ মারা যায়। তখনও পাস্তুরেলার ইনফেকশনের খবর পাওয়া গেছিল।
সূত্র http://www.livescience.com/52032-saiga-die-off-mystery.html
http://www.livescience.com/52053-photos-saiga-die-off.html
http://www.latimes.com/science/sciencenow/la-sci-sn-saiga-antelope-die-off-20150531-story.html