এই অবিশ্বাস্য ছবিটা নাসার Solar Dynamics Observatory (SDO) থেকে ২০০৩ সালের জানুয়ারির ১৭ তারিখের ডাটা নিয়ে তৈরি করা হয়েছে। সূর্য যখন একটা ভয়াবহ উদগীরণ করার জন্য প্রস্তুত হচ্ছিলো, তখন এই ছবিটা নেয়া হয়েছিলো।
SDO এর কাছে এমন যন্ত্রপাতি আছে, যেগুলো সূর্য থেকে বের হওয়া ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর ছবি তুলতে পারে। আপনার যদি হাই স্কুলের পদার্থবিদ্যার জ্ঞান কিছুটা মাথায় থাকে, তাহলে মনে আছে নিশ্চয়ই – আলোর তরঙ্গদৈর্ঘ্য, আলোর কম্পাংক, আর আলোর শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। তো, SDO এর মাধ্যমে তোলা ছবিগুলো মূলত সূর্যের তাপমাত্রাকে প্রতিফলিত করে।
এই ছবিতে যে রঙগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে আলোর ৩টা তরঙ্গদৈর্ঘ্যের রঙ। সূর্যের পৃষ্টতলে আর করোনাতে (পৃষ্ঠতলের সামান্য ওপরে) তাপমাত্রা ওঠানামা করে, পরিচলন প্রক্রিয়া এবং সূর্যের শক্তিশালী চৌম্বকক্ষেত্রের কারণে।
বুঝতেই পারছেন, ছবিটা যে শুধু গর্জিয়াস, তাই নয়। এখান থেকে বিজ্ঞানীরা বুঝতে পারবেন, কোন কোন বল ক্রিয়া করছে সূর্যের চামড়ার নিচে, আর কী কী রান্না হচ্ছে সূর্যের হৃদয়ে।
******* References:
Original post JBB, The Universe –http://on.fb.me/1z7ZtgY
Image credit: NASA Goddard/SDO
http://www.nasa.gov/
Important information of this post.❤❤❤❤❤❤♥️♥️♥️♥️♥️