২০১৪ সালে আবিষ্কৃত একটি নতুন সামুদ্রিক স্লাগ (Slug – খোলসবিহীন শামুক) এর নাম রাখা হয়েছে Daenerys Stormborn of the house Targaryen এর নামে। Game of Thrones বইয়ের এই চরিত্রের টাইটেলগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে Mother of Dragons, Breaker of Chains, Khaleesi of the Great Grass Sea.
আর একটা টাইটেল পাইলেই খেল খতম – ওর টাইটেল বলতে বলতে পুরা এক এপিসোড লেগে যাবে। যাই হোক, ওর খালিসী টাইটেলটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। A song of Ice and Fire বইতে দেখানো ডথরাকি ভাষায় যার অর্থ হচ্ছে রাণী। যে বিজ্ঞানীরা এই স্লাগ-টার নামকরণ করেছেন, তাদের কাছে এটাকে খালিসী চুলের বেণীর মত মনে হয়েছে, বলে এটার নাম দিয়েছেন Tritonia Khaleesi.
আমাদের এই খালিসী ১২ মিলিমিটারের মত লম্বা, ব্রাজিলের উপকূলে পাওয়া যায়, আর মোটেও ড্যানেরিস এর মত “সেই” লেভেলের সেক্সি না?
বিঃদ্রঃ গেইম অফ থ্রোনস একটি ১৮+ অনুষ্ঠান।
রেফারেন্সঃ
http://bit.ly/1dlp6At
Slug Image: Papelpop
Thanks for most important information. ❤❤❤♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕💕💕