রাশিয়ার উপর গুপ্তচরবৃত্তি করতে গিয়ে মহাকাশের সবচে বড় আবিষ্কার

১৯৬৩ সালে রাশিয়ার সাথে আংশিক নিউক্লিয়ার টেস্ট নিষিদ্ধকরণ চুক্তি করা হলে রাশিয়া তা মানছে কি না তা জানার জন্য ভেলা স্যাটেলাইট সিস্টেম চালু করা হয় ও প্রথম দুইটি স্যাটেলাইট Vela Hotel pair উৎক্ষেপণ করা হয় সেই বছরেই। ভেলা শব্দটি velador শব্দের সংক্ষিপ্ত রূপ (Spanish for watchman,) এর আরেক নাম আবার American Vela Hotel satellite
vela5b_3

July 2, 1967, at 14:19 UTC তারিখে প্রথম গামা রশ্মি বিস্ফোরণ (gamma ray bursts – GMBs) শনাক্ত করে ভেলা ৩, ভেলা ৪ । কিন্তু এর চেহারা নিউক্লিয়ার টেস্ট থেকে আলাদা হওয়ায় বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা এক্সট্রা টেরিস্ট্রিয়াল অরিজিনের। পরবর্তীতে অন্য স্যাটেলাইটেও এটা ধরা পড়ায় মাপামাপি করে আকাশের মোটামুটি ১৬ জায়গা চিহ্নিত করা হয় যেখান থেকে এমন বিস্ফোরণ ঘটে।
10313190_706536506095711_643051535473925109_n

পুরো ব্যাপারটিই গোপনীয় থাকায় ১৯৭৩ সালে প্রজেক্টটি ডিক্লাসিফাই করার পরে এস্ট্রোফিজিকাল জার্নালে প্রকাশিত ফলাফল থেকে সবাই এটা জানতে পারেন।

এখন গামা রে বিস্ফোরণ শনাক্ত করা এতটাই নরমাল হয়ে গেছে প্রায় প্রতিদিনই একটা করে শনাক্ত করা যায়। যখন সুপারনোভা বা হাইপারনোভা বিস্ফোরণের ফলে neutron star, quark star, or black hole উৎপন্ন হয় তখন গামা রে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়।
1458606_550992391653841_91999790_n

এটা যে গোপন নিউক্লিয়ার টেস্ট শনাক্ত করে নি, তাও না। ৪১ টি নিশ্চিত নিউক্লিয়ার বিস্ফোরণ শনাক্ত করার পরে September 22, 1979 তে এন্টার্কটিকার নিকটবর্তী Prince Edward Islands থেকে দুটি গামা রে ফ্লাশ শনাক্ত করা হয়। ধারণা করা হয় তা ইসরায়েল ও বর্ণবাদী দক্ষিণ আফ্রিকান সরকারের কাজ ছিল। ‘৯০ এ বর্ণবাদী সরকারের পতন হলে দক্ষিণ আফ্রিকা তাদের নিউক্লিয়ার অস্ত্র সমর্পণ করলেও দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল এখনও এই টেস্টের ব্যাপারে স্বীকার করে নি। এর নাম ভেলা ইনসিডেন্ট।
11403166_846254202135221_3250218011773312088_n

Comments

Avatar

অভিষেক সোম জিৎ

Assistant Manager (Maintenance - Electrical), Milk Vita

আপনার আরো পছন্দ হতে পারে...

1 1 vote
Article Rating
Subscribe
জানান আমাকে যখন আসবে -
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x