শেরপা আর তিব্বতীয়রা যে তরতর করে পাহাড় বেয়ে উঠে যায়, ৪০০০ মিটার উচ্চতাতেও ভাবগতিকে কোনো পরিবর্তন আসে না বা অসুস্থ অনুভব করে না, তার কারণ বের করেছেন বিজ্ঞানীরা।
এটার কারণ ৪০,০০০ হাজার বছর আগে হারিয়ে যাওয়া “ডেনিসোভান” প্রজাতির জীন বহন করে চলেছে ওরা। এই ডেনিসোভানরা সাইবেরিয়া আর এশিয়ার অন্যান্য অংশে বাস করতো। তিব্বতীয় আর হান চাইনিজরা ওদের সাথে যৌন মিলনের মাধ্যমে এই জীন পেয়েছে।
মজার ব্যাপারটা তুলে ধরেছেন গবেষক নিয়েলসন, মানুষের বিবর্তনের জন্য উপকারী জীন সংগ্রহ করার ক্ষেত্রে যৌন মিলন জিনিসটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। নতুন জায়গায় অভিযোজনের জন্য মিউটেশনের চেয়ে দ্রুততম পন্থা হচ্ছে যৌনমিলন।
***Reference:
Science Magazine – http://bit.ly/1t8iqzF
Very useful information. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕